হোম > সারা দেশ > বাগেরহাট

ফকিরহাটে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিনে অনুপস্থিত ৩৪ জন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের ফকিরহাটে একটি কেন্দ্রে ঢুকছে পরীক্ষার্থীরা। পরীক্ষাকেন্দ্রের গেটের সামনে জড়ো হন অভিভাবকেরা। আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাঁচটি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় শুরু হওয়া কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা জানান, এবার ফকিরহাটে এইচএসসি, দাখিল ও কারিগরি শাখা মিলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬৮০ জন। তবে প্রথম দিন যশোর বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র ও মাদ্রাসা বোর্ডের অধীনে কোরআন মজিদ প্রথমপত্র পরীক্ষায় ১ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় পাঁচ কেন্দ্রে মোট ৩৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

উপজেলার প্রাচীনতম কাজি আজহার আলি কলেজে ৭৫০ জন, সরকারি ফকিরহাট মহিলা কলেজে এইচএসসি ২৮২ জন ও কারিগরি শাখায় ২৩৪ জন, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে ২৯৪ জন ও আলহেরা মাদ্রাসায় আলিম কেন্দ্রে ৮৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষার্থীরা বোর্ডের স্বাস্থ্যবিধির নির্দেশনা অনুযায়ী পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় সাবান পানিতে হাত ধুয়ে ও মাস্ক পরে প্রবেশ করছে।

সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলাকালে কেন্দ্র ও ভেন্যু পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমনা আইরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, একাডেমিক সুপারভাইজার মো. আসাদুজ্জামানসহ বিভিন্ন কর্মকর্তারা।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর