হোম > সারা দেশ

এ বছরই টিকা উৎপাদনে যাওয়ার পরিকল্পনা নেই বেক্সিমকোর

নিজস্ব প্রতিবেদক

সংক্রমণ ভয়ানক বেড়ে যাওয়ায় মার্চের শুরুতেই টিকা রপ্তানি স্থগিত ঘোষণা করে ভারত সরকার। ফলে সেরাম ইনস্টিটিউট থেকে চুক্তির বাকি টিকা সময়মতো পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যেখানে এই মুহূর্তে দ্বিতীয় ডোজ টিকার জন্য প্রয়োজনের চেয়ে ১২ লাখের বেশি ডোজ ঘাটতি রয়েছে। প্রথম ডোজ দেওয়া অব্যাহত থাকলে ঘাটতির পরিমাণ আরও বাড়বে।

এ পরিস্থিতিতে বিকল্প উৎস হিসেবে রাশিয়া ও চীনের টিকা আমদানির চেষ্টা করছে সরকার। এরই মধ্যে রাশিয়া তাদের স্পুটনিক–৫ টিকার ফর্মুলা দিতে চেয়েছে। ফলে দেশেই কোভিড টিকা উৎপাদনের পথ খুলে গেছে।

আজ শনিবার সাংবাদিকরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন বলেছেন, এবছরই টিকা উৎপাদনে যাওয়ার পরিকল্পনা বেক্সিমকোর নেই। তিনি বরং সেরাম ইনস্টিটিউট থেকে চুক্তির বাকি টিকা আনার ব্যাপারে সরকারি পর্যায়ে জোরালো পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন।

তিন কোটি ডোজ টিকা কিনতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে গত বছরের নভেম্বরে চুক্তি করে বাংলাদেশ। ওই টিকা সরবরাহের দায়িত্বে আছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ ডোজ পাওয়ার কথা। তবে এখন পর্যন্ত দুই ধাপে ৭০ লাখ ডোজ দিয়েছে সেরাম।

আজ ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকার দ্বিতীয় ডোজ নিয়ে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান।

এসময় দেশে টিকা উৎপাদনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বেক্সিমকোর প্ল্যান ছিল ভ্যাকসিন এনে দিয়ে সরকারকে সহায়তা করা। কিন্তু এখন যে পরিস্থিতি দেখছি তাতে করে না বানানো ছাড়া কোনো পথ নেই। এ বছরের মধ্যেই আশা করছি লোকাল প্রোডাকশন ছাড়া কোনো পথ নেই। এমন কোনো ওষুধ নেই যেটা বাংলাদেশ বানাতে পারে না।’

তবে চলতি বছরের মধ্যে টিকা উৎপাদন করতে বেক্সিমকোর কোনো পরিকল্পনা নেই বলে উল্লেখ করেন পাপন। সেই সঙ্গে টিকা উৎপাদনের মতো অবকাঠামো ও অন্যান্য সুবিধা যাদের আছে তারা এখনো কেন এগিয়ে এল না– এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

আগামী দুই মাসের মধ্যে প্রচুর ভ্যাকসিন চলে আসবে উল্লেখ করে বেক্সিমকোর এমডি বলেন, জুন পর্যন্ত সংকট থাকবে, জুনের পরে কোনো সংকট থাকবে না।

সরকার অনুনমোদিত কোনো কোভিড ভ্যাকসিন নিলে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্সকে সবার আগে অগ্রাধিকার দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর