হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে দুই বোনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণি এলাকার একটি বাসা থেকে দুই বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মরিয়ম (৬০) ও সুফিয়া (৫২)। পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। শুক্রবার (৯ মে) সন্ধ্যা থেকে রাতের কোনো এক সময় তাঁদের হত্যা করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছুদের রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই নারীকে হত্যা করা হয়েছে। কে বা কারা এই হত্যার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘ঘটনাস্থলে আমরা কাজ করছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করা হয়েছে। কিন্তু কীভাবে কেন কারা এই হত্যাকাণ্ড ঘটাল, তার কিছুই জানতে পারিনি। মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আশপাশের মানুষ ও স্বজনদের সঙ্গে কথা বলা হচ্ছে। ঘটনাস্থল থেকে হত্যার আলামত সংগ্রহে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে।’

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ