হোম > সারা দেশ > নোয়াখালী

নিঝুম দ্বীপে জোয়ারের পানিতে ভেসে এল ডলফিন

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ভেসে আসে এক জোড়া ডলফিন। তা নিয়ে মেতে ওঠে স্থানীয় জেলেরা। ছবি: আজকের পত্রিকা

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কয়েক দিন ধরে উপকূলীয় এলাকায় জোয়ারের পানি ছিল অস্বাভাবিক উচ্চতায়। এরই মধ্যে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে ভেসে আসে এক জোড়া ডলফিন। তবে জোয়ারের পানি নামলেও স্রোতের টানে ডলফিন দুটি আটকা পড়ে মেঘনা নদীতীরবর্তী এলাকায়।

এ ঘটনাকে ঘিরে কৌতূহল ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। ডলফিন দুটির সঙ্গে মেতে ওঠেন স্থানীয় জেলেরা। কেউ কেউ সেই দৃশ্য ভিডিও করে শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

ঘটনাটি ঘটে নিঝুম দ্বীপের বন্দরটিলা বাজারের পূর্ব পাশে মেঘনা নদীতে। ডলফিন দেখতে সেখানে ভিড় করেন বহু স্থানীয় বাসিন্দা।

বন্দরটিলা বাজারের ব্যবসায়ী বেলাল উদ্দিন বলেন, ‘নিঝুম দ্বীপ ও দমারচরের মাঝখানে মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভেসে আসে দুটি ডলফিন। পরে ভাটার টানে তারা নদীর কিনারায় আটকে পড়ে। জেলেরা মাছ ধরতে গিয়ে প্রথমে ডলফিনগুলো দেখতে পান। খবর পেয়ে আমরাও ছুটে যাই। জেলেরা তাঁদের সাগরের দিকে পাঠানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। তবে পরের জোয়ারে ডলফিনগুলো সাগরে ফিরে যেতে সক্ষম হয়।’

এদিকে, গত তিন দিনের টানা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জোয়ারের পানিতে একাধিকবার প্লাবিত হয়েছে নিঝুম দ্বীপসহ হাতিয়ার নিম্নাঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক রাস্তা ও ঘরবাড়ি। অনেক পরিবারে এখনো বন্ধ রয়েছে রান্নাবান্না। পানি নেমে গেলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

শোবার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

পাবনায় কারাগারে থাকা আ.লীগ নেতার মৃত্যু

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

নামেই পাবলিক টয়লেট, তালা ঝুলছে আড়াই বছর ধরে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক