হোম > সারা দেশ > চট্টগ্রাম

আরেকটি এক-এগারো সৃষ্টির চেষ্টায় ছোট দলের একজন বড় নেতা: সাবেক বিচারপতি মামুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আবদুস সালাম মামুন। ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুস সালাম মামুন বলেছেন, ‘ছোট দলের একজন বড় নেতা আরেকটি এক-এগারো সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছেন।’

শনিবার (৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেন। যদিও তিনি সরাসরি অলির নাম বলেননি।

আবদুস সালাম মামুন বলেন, ‘ছোট দলের একজন বড় নেতা বাঁকা পথে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে রয়েছেন। তাঁর ওই খায়েশ মেটাতে আসন্ন নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছেন।’

আবদুস সালাম মামুন নিজেকে ছাত্রদলের অন্যতম প্রতিষ্ঠাতা দাবি করেন। বিচারপতি পদ থেকে অবসরের পর দলীয় বড় পদ-পদবিতে না থাকলেও বিএনপির রাজনীতিতে বেশ সক্রিয়। তাঁর বাড়ি চট্টগ্রামের চন্দনাইশে। সেখান থেকে তিনি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, ‘ইনশা আল্লাহ ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জিতে চন্দনাইশ আসন পুনরুদ্ধার করে দলকে উপহার দেব।’

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট এবং চন্দনাইশ আসনের বারবার নির্বাচিত এমপি ও সাবেক মন্ত্রী অলি আহমদ বীর বিক্রম।

ছোট দলের বড় নেতা বলতে কাকে ইঙ্গিত করছেন, এমন প্রশ্নের জবাবে মামুন বলেন, ‘আমি জাতীয় পর্যায়ে যাঁরা রাজনীতি করছেন এবং যাঁদের দল ছোট হলেও নেতা হিসেবে বড় মনে করেন কিংবা বড় বলে দাবি করেন, তাঁদের উদ্দেশে এ কথাগুলো বলছি।’

গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হলে দেশের একমাত্র নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সুনামের ক্ষতি হবে বলেও মন্তব্য করেন মামুন।

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি