ঢাকা: পল্লবীতে সাহিনুদ্দিন হত্যা মামলায় শরীফ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার সন্ধ্যায় কাঁচপুর ব্রিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ডিসি-মিরপুর) আহসান খাঁন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
গোয়েন্দা পুলিশের দাবি, সাহিনুদ্দিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় সন্ত্রাসী সুমনরা এই হত্যাকাণ্ডের জন্য চারজন ব্যক্তিকে ভাড়া করে আনেন। তাঁদের মধ্যে শরীফ একজন।
গত ১৬ মে বিকালে পল্লবী ১২ নম্বর সেকশনের ৩১ নম্বর সড়কে ৬ বছরের সন্তানের সামনে সাহিনুদ্দিনকে হত্যা করা হয়। জমিজমা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে ২০ জনকে আসামি করে পল্লবী থানায় মামলা করেন। মামলার প্রধান আসামি সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল। গত বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরবের একটি মাজার থেকে এমপি আউয়ালকে গ্রেপ্তার করে র্যাব। জিজ্ঞাসাবাদের জন্য এম এ আউয়ালকে চার দিনের হেফাজতে নিয়েছেন গোয়েন্দা পুলিশ। আউয়ালের সঙ্গে রিমান্ডে নেওয়া হয়েছে আরও দুজনকে। তাঁরা হলেন নূর মোহাম্মদ হাসান (১৯) এবং জহিরুল ইসলাম বাবু ওরফে লাবু (২৭)। এদের মধ্যে লাবু মামলার এজাহারভুক্ত আসামি।
এই মামলায় শনিবার পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে মোট আটজনকে।