হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে জমির আইলে পড়ে ছিল প্রবাসীর লাশ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ফিরোজ মিয়া। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে জমির আইল থেকে ফিরোজ মিয়া (৪৮) নামের এক প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার তরফপুর ইউনিয়নের মাটিয়াঘাড়া এলাকায় তাঁর লাশটি পাওয়া যায়। ফিরোজের মাথায় রক্তাক্ত আঘাত ছিল।

ফিরোজ মিয়া তরফপুর গ্রামের মাটিয়াঘাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। চার মাস আগে মালয়েশিয়া থেকে তিনি দেশে আসেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালে ফিরোজের লাশ বাড়ির পাশের ধানি জমির আইলের ওপর পড়ে থাকতে দেখে। খবর পেয়ে সকাল ১০টার দিকে থানার পুলিশ গিয়ে ফিরোজের লাশ উদ্ধার করে। ফিরোজের মাথায় রক্তাক্ত জখম রয়েছে। গতকাল সোমবার রাতের কোনো একসময় তাঁকে খুন করা হয়েছে বলে মনে করছে পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন দাবি করেন, ফিরোজ মিয়ার সঙ্গে ওই এলাকার আরেক প্রবাসীর স্ত্রীর সম্পর্ক রয়েছে। এর জেরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনের রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না