হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় কাভার্ড ভ্যানের চাপায় বাবুল হাওলাদার সাগর (৪৫) নামের এক রিকশাচালক মারা গেছেন। আজ বুধবার ভোর সোয়া ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সকাল ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

বাবুল হাওলাদারের রিকশার যাত্রী মো. নয়ন সরকার জানান, ভোরে বাবুলের ব্যাটারিচালিত রিকশায় করে যাত্রাবাড়ী গিয়েছিলেন তিনি। ওই রিকশাতেই ফিরছিলেন। কাজলা টোল প্লাজার সামনের সড়কে রিকশাটি নষ্ট হয়ে যায়। তখন রিকশাটি টেনে নিয়ে যাচ্ছিলেন বাবুল। আর রিকশার পেছনে হাঁটছিলেন তিনি। এ সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান পাশের একটি প্রাইভেট কারকে ওভারটেক করতে গিয়ে রিকশাচালক বাবুলকে চাপা দেয়। এই ঘটনার পর কাভার্ড ভ্যান নিয়ে এর চালক পালিয়ে যান। তখন নয়ন নিজেই বাবুল হাওলাদারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত বাবুল হাওলাদারের স্ত্রী বিউটি আক্তার বলেন, নারায়ণগঞ্জ জেলার মদনপুর এলাকায় তাঁদের বাড়ি। বাবুলের বাবার নাম আজিজ হাওলাদার। দুই সন্তান নিয়ে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় থাকতেন। ব্যাটারিচালিত রিকশাটির মালিক বাবুল নিজেই। ভোর পৌনে ৫টার দিকে রিকশাটি নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। এর আধা ঘণ্টা পরই সড়ক দুর্ঘটনা আহত হয়েছেন বলে খবর পান বিউটি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বাবুল হাওলাদারের মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করছে যাত্রাবাড়ী থানা-পুলিশ।

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

মা-বাবাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

অঙ্গীকারনামা লিখে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির