হোম > সারা দেশ > ঢাকা

হাজারীবাগে পানির ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণ, দুই মেয়ে, বাবাসহ দগ্ধ চার

ঢামেক প্রতিবেদক

ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগের ট্যানারি মোড়ে একটি বাসার পানির ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ হয়েছে। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধরা হলেন— চামড়া ব্যবসায়ী জিয়া উদ্দিন (৪৫), তার দুই মেয়ে নাজিয়া সুলতানা রাফিয়া (৮) ও ফারিয়া সুলতানা (৩) এবং দিনমজুর বেলাল হোসেন (৩০)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বেলালের শরীরে ১৭ শতাংশ, জিয়ার ৪, রাফিয়ার ৬ শতাংশ ও ফারিয়ার ৫ শতাংশ পুড়ে গেছে। বেলাল বাদে বাকি তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের অবস্থা ভালো আছে। বেলালকে ভর্তি রাখা হয়েছে।

দগ্ধ জিয়া উদ্দিনের ভাগ্নে এইচ এম শাহপরান জানান, ট্যানারি মোড় এলাকায় জিয়া উদ্দিনের দোতলা বাড়ি রয়েছে। ওই বাড়িতে ভাড়া থাকেন বেলাল হোসেন। গতকাল শনিবার বিকেলে বাড়ির পানির ট্যাংক পরিষ্কার করতে নামেন বেলাল। পানির ট্যাংকের ঢাকনা সরিয়ে সেখানে অন্ধকার থাকায় বিদ্যুৎ সংযোগ দিয়ে একটি বাতি লাগাচ্ছিলেন তিনি। বাড়ির মালিক জিয়া ও তার দুই মেয়ে পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিস্ফোরণ হলে চারজনই দগ্ধ হন। তাদের উদ্ধার করে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ভোটে থাকবে না জাপা: শামীম হায়দার

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থলে আঙুলের ছাপ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা