হোম > সারা দেশ > ঢাকা

তিতুমীরের শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে ট্রেনে হামলা, কয়েকজন জখম, ট্রেন চলাচল বন্ধ

আজকের পত্রিকা ডেস্ক­

রেলপথ অবরোধ করে ট্রেন আটকানোর চেষ্টা করে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও বিক্ষোভ থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনা ঘটেছে। এতে ট্রেনের বেশ কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে এবং যাত্রীদের মধ্যে কয়েকজন জখম হয়েছেন।

আজ সোমবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে।

আন্দোলনরত শিক্ষার্থীরা রেলপথও অবরোধ করায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে অন্যান্য ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চলন্ত ট্রেন থামানোর চেষ্টা করেন শিক্ষার্থীরা। পরে ট্রেন লক্ষ্য করে ইট–পাটকেল ছুড়তে থাকেন তাঁরা। এতে ট্রেনের জানালার কাচ ভেঙে যাত্রীরা আহত হন।

রেলপথ অবরোধ করে ট্রেন আটকানোর চেষ্টা করে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিভাগীয় রেলওয়ের কমেন্ড্যান্ট মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘উপকূল এক্সপ্রেস ট্রেনটি মহাখালী লেভেল ক্রসিং অতিক্রম করার সময় শিক্ষার্থীদের আন্দোলন থেকে ট্রেনটিতে হামলা চালানো হয়। এতে ট্রেনের জানালার গ্লাস ভেঙে যায়।’

আজ সকাল থেকে শিক্ষার্থীরা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বনানীর প্রধান সড়ক ও মহাখালী রেল ক্রসিং অবরোধ করে রেখেছে।

শফিকুল ইসলাম বলেন, ‘এখন সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। তাদের সহযোগিতা ছাড়া এটি নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না।’

ট্রেনে ইট–পাটকেল ছুড়লে জানালার কাচ ভেঙে কয়েকজন যাত্রী জখম হন। ছবি: ফেসবুক

ট্রেনে হামলার ঘটনার পর তেজগাঁও স্টেশনে অন্যান্য ট্রেন দাঁড় করিয়ে রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেছেন, মহাখালীতে অবরোধের কারণে কমলাপুর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আমরা আলাপ–আলোচনা করছি।

শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাখালী এবং আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পথচারী ও গাড়িচালকরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন।

হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

শরীয়তপুরের ৩ আসন: আওয়ামী লীগের ঘাঁটি দখলে মরিয়া বিএনপি-জামায়াত

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন