হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা মেডিকেলে চিকিৎসককে চড়, রোগী আটক

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত এক চিকিৎসককে চড় মারার অভিযোগ উঠেছে আরিফ হোসেন নামে এক মানসিক রোগীর বিরুদ্ধে। এরই মধ্যে তাঁকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

তবে আরিফের মা-বাবার অভিযোগ, থানায় নেওয়ার আগে তাঁদের ছেলেকে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভেতরে নিয়ে মারধর করেছেন চিকিৎসকেরা। অনুরোধ করা সত্ত্বেও তাঁরা থামেননি।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ আলম।

তিনি জানান, জরুরি বিভাগের (রুম-৪) নিউরোসার্জারি বিভাগের ডা. মনিমুল আহমেদের গালে চড় মারেন আরিফ হোসেন (১৮)। এরপর আনসার সদস্যরা তাঁকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে যান। পরে তাঁকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

আরিফের বাবা মো. তাজউদ্দিন জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের কাশিমপুর খিলমার্কেট এলাকায় তাঁরা থাকেন। সেখানে এক ছাপাখানায় কাজ করতেন আরিফ। কয়েক মাস আগে তাঁর মানসিক সমস্যা দেখা দেয়। স্থানীয় এক হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। সপ্তাহখানেক আগে ফতুল্লার শান্তিনগর এলাকায় সোহেল নামে এক ব্যক্তির সঙ্গে দেখা হয় আরিফের। সে সময় আরিফের অস্বাভাবিক আচরণে ক্ষিপ্ত হয়ে তাঁকে কয়েকজন মিলে মারধর করেন। আহত আরিফকে তখন নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান, ওই হাসপাতালের চিকিৎসকেরা আরিফের মাথায় সিটি স্ক্যান করানোর পাশাপাশি ভালো কোনো হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ জন্য আজ আরিফকে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে টিকিট কেটে ৪ নম্বর রুমে ঢোকার পর চিকিৎসক যখন জানতে চান, তাঁরা কোথা থেকে এসেছেন, ঠিক তখনই হঠাৎ আরিফ তাঁর গালে চড় মেরে বসেন।

আরিফের বাবা তাজউদ্দিন ও মা শিল্পী বেগম অভিযোগ করে বলেন, ‘আমাদের ছেলের মাথায় সমস্যা আছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সে। অন্যায়ভাবে সে আজকে ডাক্তারের গায়ে হাত তুলেছে। কিন্তু এরপর ডাক্তাররা আমাদের ছেলেকে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভেতরে নিয়ে অনেক মারধর করে। মাটিতে ফেলে লাথি মারে। আমরা ডাক্তারদের পা ধরে মাফ চেয়েছি। তারপরও তারা মেরেছে তাকে।’

এ ঘটনার পর প্রায় এক ঘণ্টা নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকদের সেবা দিতে দেখা যায়নি।

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষকসংকট

রেললাইনের পাত তুলে ফেলায় ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণ মেলেনি ছয় বছরেও

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম