হোম > সারা দেশ > লালমনিরহাট

আদিতমারী সীমান্তে শিশুসহ ১০ জনকে পুশ ইন

লালমনিরহাট প্রতিনিধি 

আদিতমারীর দুর্গাপুর সীমান্তে ১০ জনকে পুশ ইন করেছে বিএসএফ। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের আদিতমারী সীমান্ত দিয়ে চার শিশুসহ ১০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৫ নম্বর মেইন পিলারসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তিরা হলেন জেলার ফুলবাড়ী উপজেলার মন্টু রায়, তাঁর স্ত্রী অর্চনা রানী, ছেলে পলাশ রায়, মেয়ে মিশু রানী, মহেন্দ্র চন্দ্র রায়ের মেয়ে ফুলরানী রায়, তাঁর ভাই হরি কান্ত রায়, অনন্ত চন্দ্র বর্মণের ছেলে কৃষ্ণ চন্দ্র বর্মণ, হরিকান্ত বর্মণের মেয়ে সুরভী, হরিকার মেয়ে স্বপ্না বর্মণ, পিটা পলাশের মেয়ে পল্লবী রায়।

বিজিবি ও পুলিশ জানায়, গভীর রাতে দুর্গাপুর সীমান্ত অতিক্রম করে ১০ জনকে বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। পরে তাদের সীমান্তের অভ্যন্তরে ঘোরাফেরা করতে দেখে আটক করেন বিজিবি দুর্গাপুর ক্যাম্পের সদস্যরা। তারা বাংলাদেশি দাবি করে পরিচয় দিলে তাৎক্ষণিক তাদের পরিবারে খবর পাঠায় বিজিবি। সে অনুযায়ী তাদের পরিচয় শনাক্ত করে আটক ব্যক্তিদের আদিতমারী থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, বিজিবি ১০ জনকে আটক করে থানায় নিয়ে আসে। তারা সবাই জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। কাজের সন্ধানে ভারতে ছিলেন দীর্ঘদিন। পরে তাদের পরিচয় শনাক্ত করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম বলেন, পুশ ইন হয়ে আসা ব্যক্তিদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তারা নিজেদের বাংলাদেশি দাবি করেছে। পরিচয় নিশ্চিত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে পুলিশ।

লে. কর্নেল মেহেদী ইমাম আরও বলেন, এ বিষয়ে বিএসএফের কাছে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। এখনো কোনো সাড়া মেলেনি।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নারীসহ আহত ৬

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক