হোম > সারা দেশ > ফরিদপুর

অসুস্থ বাবাকে চিকিৎসক দেখাতে নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

ফরিদপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

ফরিদপুরে ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে শুল্কা (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। বাবা মনোহর বিশ্বাসকে চিকিৎসক দেখাতে ওই মাইক্রোবাসটিতে যাচ্ছিলেন ওই নারী ও তাঁর পরিবারের সদস্যরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের পাইককান্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত নারী মাগুরা জেলা সদরের আড়পাড়া গ্রামের জীবন রায়ের স্ত্রী। এই দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর বাবা মনোহর বিশ্বাস (৮৫) এবং বোন পারুল বিশ্বাস (৪৫)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, একটি মাইক্রোবাসে একই পরিবারের কয়েকজন সদস্য ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় মাগুরাগামী টাইলসবোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে মারা যান ওই নারী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, আহতদের বরাতে জানা গেছে, ওই নারী তাঁর অসুস্থ বাবাকে নিয়ে মাইক্রোবাসযোগে চিকিৎসক দেখাতে যাচ্ছিলেন। পথে মাইক্রোবাসটি বিপরীত লেনে চলে গেলে সামনে থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পরে দুটি গাড়ির চালকই পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি