হোম > সারা দেশ > গাইবান্ধা

ঘরের চাল পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ৩ জনের

গাইবান্ধা প্রতিনিধি

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ঘরের চাল পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তিনজন মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পশ্চিম কামালেরপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন পশ্চিম কামালেরপাড়া গ্রামের একরাম আলীর ছেলে মোশারফ হোসেন (২২), মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২০) ও সাহেব আলীর ছেলে ইয়াকুব আলী (৫৫)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, আজ বিকেলে মিলন মিয়া তাঁর বসতবাড়ির ঘরের টিনের চাল পরিষ্কার করতে ওপরে ওঠেন। ঘরের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের সংযোগ লাইনে লিকেজ থাকায় টিনের চাল বিদ্যুতায়িত হয়ে যায়। এতে মিলন চালের সঙ্গে আটকা পড়েন।

পরে তাঁর চাচা ইয়াকুব আলী তাঁকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হন। এরপর প্রতিবেশী মোশারফ হোসেন এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। মিলনের পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে বিদ্যুতের মূল সুইচ বন্ধ করেন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এসে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পথে তাঁদের মৃত্যু হয়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মোশারফের বাবা একরাম আলী বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

ট্রেনের ধাক্কায় দুভাইসহ তিন শ্রমিক নিহত, আহত অনেকে

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড