হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

মুজিববাদী সংবিধান রাষ্ট্র ও সমাজকে কলঙ্কিত করেছে: নাহিদ ইসলাম

সিরাজগঞ্জ প্রতিনিধি  

সিরাজগঞ্জে মুক্তির সোপানে পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘মুজিববাদী সংবিধান রাষ্ট্র ও সমাজকে কলঙ্কিত করেছে। এ জন্য নতুন সংবিধান লাগবে। আমরা বিচার-সংস্কার ও সংবিধান সংস্কারের কথা বলেছি। দেশ পরিচালনার জন্য নতুন সংবিধান প্রয়োজন। সংস্কার করা প্রয়োজন। যাতে দেশ স্বৈরাচারের হাতে চলে না যায়।’

আজ সোমবার বিকেলে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় মুক্তির সোপানে পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এ কথা বলেন।

নাহিদ বলেন, ‘৫ আগস্টের আগে প্রশাসন একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করেছে। এখন জনগণের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করুন। যারা আয়নাঘর তৈরি করে মানুষ নির্যাতন করেছে, মানুষ হত্যা করেছে, তাদের বিচার করতে হবে।’

নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই আন্দোলনে যে পরিবর্তন হওয়ার কথা ছিল, তা হয়নি। একটি গ্রুপ দেশের মানুষের টাকা লুট করেছে। সেই গ্রুপের বিচার চাই। এই মাফিয়া লুটেরাদের দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।’

এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘গ্রুপটির মিডিয়া দেশের জনগণের বিরুদ্ধে লিখে যাচ্ছে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ছিলাম। পুলিশের গুলির সামনে পিছপা হইনি। ফ্যাসিবাদের সময় যে ভয় তৈরি হয়েছিল, জুলাই প্রজন্ম তা রুখে দিয়েছে। জুলাই পদযাত্রায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনারা সাহস করে মাঠে থাকুন। নতুন বাংলাদেশ গঠনের লড়াইয়ে সিরাজগঞ্জবাসী পথ দেখাবে।’

নাহিদ ইসলাম বলেন, ‘অতীতের সরকার সিরাজগঞ্জের তাঁত-বস্ত্রশিল্পকে অবহেলা করেছে। সিরাজগঞ্জের ঐতিহ্য সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সিরাজগঞ্জ গড়ে তুলতে আপনারা এনসিপির ওপর আস্থা রাখুন।’

সমাবেশে বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, এনসিপির সিনিয়র সদস্যসচিব এস এম সাঈদ মোস্তাফিজ, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার, এনসিপির জাতীয় যুব কমিটির সদস্যসচিব দ্যুতি অরণ্য প্রীতি প্রমুখ। পরে পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪