হোম > সারা দেশ > রংপুর

ব্রাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

রংপুর প্রতিনিধি

ব্রাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা ‘ডিসেম্বরে নির্বাচন দিতে হবে’, ‘ব্রাকসু নিয়ে টালবাহানা চলবে না’ ইত্যাদি স্লোগান দেন।

আন্দোলনকারী ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক বলেন, ‘ব্রাকসুকে বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করতে আমরা আমরণ অনশনও করেছি। এখন যদি আবার টালবাহানা করে নির্বাচন না দেওয়া হয়, তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। আমরা দ্রুত ব্রাকসু নির্বাচন চাই।’

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ব্রাকসুকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু আইন পাসের প্রায় ২০ দিন পার হলেও এখনো কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি। প্রশাসন কেন নির্বাচন দিতে দেরি করছে—তা আমরা বুঝতে পারছি না। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচন চাই।’

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমেদুল হক আলবি বলেন, ‘গত সময়ে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। ব্রাকসু হলে ছাত্রপ্রতিনিধিরা প্রশাসনের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করবে—এই ভয়েই হয়তো প্রশাসন নির্বাচন দিচ্ছে না। আইন পাস হলেও এখনো রোডম্যাপ নেই।’

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তাসলিমা শেখ মিম বলেন, ‘ব্রাকসুর গেজেট হওয়ার ২০ দিন পেরিয়ে গেলেও এখনো রোডম্যাপ প্রকাশ করা হয়নি। আজকের মধ্যেই রোডম্যাপ ঘোষণা চাই। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচন দিতে হবে।’

উল্লেখ্য, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র সংসদ আইনটি গত ২৭ অক্টোবর রাষ্ট্রপতি অনুমোদন করেছেন। আইন অনুমোদনের পর শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়।

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের সঙ্গে হেযবুত তাওহীদের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

ফেনীতে খালেদা জিয়ার আসনে বিএনপির ৩ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু