শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই তা বাতিলের দাবিতে প্রতিদিনই বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে দলটির একটি পক্ষ।
ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সন্ধ্যার পরে আবারও মশাল মিছিল করেছে জেলা ছাত্রদলের একাংশ।
শরীয়তপুর সরকারি কলেজ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের পদপ্রত্যাশী আফজাল খান, আতিকুর রহমান খান, পান্থ তালুকদার, বাবু মাদবর, ইসহাক সরদার ও ইমাম মোল্লা।
বক্তারা বলেন, ৩ জুন কেন্দ্র থেকে শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। যে কমিটিতে জাকির হোসেন হাওলাদারকে আহ্বায়ক করা হয়েছে। জাকির হোসেন হাওলাদার আওয়ামী লীগ পরিবারের লোক। তাঁর পরিবারের এবং বংশের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
তবে জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম জাকির হোসেন বলেন, কেন্দ্রীয় ছাত্রদল যাচাই-বাছাই করে শরীয়তপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে।