হোম > সারা দেশ > পাবনা

ধর্ষণ মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

বগুড়া প্রতিনিধি

জিয়া উদ্দিন মাহমুদ। ছবি: সংগৃহীত

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে পাবনার চাটমোহর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদ ওরফে মিমোকে (৩৮) কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক জিয়া উদ্দিন মাহমুদ তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর সরকারি কৌঁসুলি মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, বগুড়ার শেরপুর উপজেলার উত্তর সাহাপাড়া গ্রামের বাসিন্দা মামুনুর রশিদ মিমো কাহালু উপজেলা কৃষি অফিসে কর্মরত থাকাকালে প্রতিবেশী এক তরুণীকে প্রেমের প্রস্তাব দেন। রাজি না হলে তিনি আত্মহত্যার হুমকি দেন। পরে বিয়ের আশ্বাসে ওই তরুণী সম্পর্ক গড়ে তোলেন।

এরপর চলতি বছরের ১৩ এপ্রিল কাহালুর বাটালদীঘিতে শ্মশানঘরের পাশে এক বাড়িতে তরুণীকে ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক করেন। বিষয়টি জানাজানি হলে বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং তরুণীকে প্রাণনাশের হুমকি দেন ওই কর্মকর্তা। এ ঘটনায় ২২ এপ্রিল কাহালু থানায় মামলার পর আত্মগোপনে ছিলেন মিমো।

আজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বগুড়া আদালতের পুলিশ পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, আদালতের আদেশে বিকেলে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

ভোটের মাঠে: কোন্দলে ভুগছে বিএনপি

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

সুদানে ড্রোন হামলায় শহীদ পাকুন্দিয়ার সেনাসদস্য জাহাঙ্গীর আলমের দাফন

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন