হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দনাইশে অপহৃত দুই সহোদরকে সেনা অভিযানে উদ্ধার

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি  

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের লেবু বাগান এলাকা থেকে অপহৃত দুই সহোদরকে সাড়াশি অভিযানে উদ্ধার করেছে সেনাবাহিনী।ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের লেবুবাগান এলাকা থেকে অপহৃত দুই সহোদরকে সাঁড়াশি অভিযানে উদ্ধার করেছে সেনাবাহিনী।

শুক্রবার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চন্দনাইশ সেনা ক্যাম্পের অধীন টহল টিম উপজেলার গহিন পাহাড়ি অঞ্চল—সইন্নারঢালা, ধুচরি, স্বরবাথুলি ও ছইল্লাছড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধ।

সেনাবাহিনী সূত্র জানায়, ১ নম্বর কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদ সওদাগরপাড়া এলাকার লেবুবাগান থেকে স্থানীয় বাসিন্দা মো. হারুন (৭০) ও তাঁর দুই ছেলে মো. নোমান (২০) ও মো. মাঈমকে (১৫) অস্ত্রের মুখে অপহরণ করে আটজনের একটি সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী দল। স্থানীয়ভাবে চক্রটি ‘শান্তিবাহিনী’ নামে পরিচিত।

অপহরণকারীরা পরে মো. হারুনকে মুক্তি দিয়ে তাঁর কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ছেলেদের মুক্তির জন্য। বিষয়টি সেনাবাহিনীর গোয়েন্দা শাখাকে জানালে তাৎক্ষণিক অভিযান চালানো হয়।

অভিযানের বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা অপহৃতদের রেখে পালিয়ে যায়। পরে নিরাপদে উদ্ধার করে দুই ভাইকে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

চন্দনাইশ ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরেই পাহাড়ি সন্ত্রাসীদের দৌরাত্ম্য চলে আসছে। লেবুবাগানের শ্রমিকদের অপহরণ ও মুক্তিপণ আদায় সেখানে একধরনের নিয়মিত ঘটনা হয়ে উঠেছিল। তবে সেনাবাহিনীর এই অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

অভিযান সম্পর্কে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধ বলেন, ‘যেকোনো অপরাধের খবর পেলেই আমরা দ্রুত ব্যবস্থা নিই। অপহরণ, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।’

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ