হোম > সারা দেশ > শেরপুর

শ্রীবরদীতে মাছের ঘেরে ২ শিশুর লাশ: মালিকের বক্তব্যে অসংগতি

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি 

মৃত শিশু সকাল আক্তার ও স্বপ্না খাতুন। ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীতে মাছের প্রজেক্ট থেকে দুই শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধারের ঘটনায় দিন দিন রহস্য ঘনীভূত হচ্ছে। ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বক্তব্যে অসংগতি সন্দেহ আরও বাড়িয়ে তুলেছে।

ঘটনার সূত্রপাত গতকাল বুধবার (১৮ জুন)। ওই দিন ছনকান্দা গ্রামের সাইফুল ইসলাম (৪৮) পুলিশের উপস্থিতিতে সাক্ষাৎকারে বলেন, তিনি মাছের প্রজেক্টে মৃত শিশু সকাল (৭) ও স্বপ্নাকে (৬) গোসল করতে দেখেননি। কিন্তু পরদিন বৃহস্পতিবার (১৯ জুন) সকালে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ১৭ জুন দুপুরে তিনি ওই দুই শিশুকে প্রজেক্টে গোসল করতে দেখেছেন। এমন বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে সাইফুল বলেন, ‘১৮ জুন ভয়ে ওই সাক্ষাৎকার দিয়েছি।’

এদিকে প্রজেক্ট মালিক মো. মোস্তফা বলেন, ‘আমি ১৭ জুন তাদের গোসল করতে দেখি। পরে তাদের চলে যেতে বলেছি। তাদের কাপড় মোছা. আছমা বেগমের কাছে দিয়ে দিই।’

তিনি আরও বলেন, ‘নিখোঁজের ঘটনায় মাইকিং হলেও আমরা জানতাম না এত দূর (প্রায় দুই কিলোমিটার) থেকে এখানে গোসল করতে আসবে, তাই পরিবারকে কিছু জানানো হয়নি।’

এই পরস্পরবিরোধী বক্তব্য এবং দূরবর্তী স্থানে গিয়ে দুই শিশুর মৃত্যু ঘিরে এলাকাবাসীর মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অনেকের মতে, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং একটি হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, ‘নিহত পরিবারের পক্ষ থেকে স্বপন মিয়া বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে ময়নাতদন্ত শেষে ১৯ জুন, রোববার বিকেলে শিশু সকাল ও স্বপ্নাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে