হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

শাহবাগ-যমুনার সামনে বসে তো যা-তা বলা যাবে না: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নে সোমবার বিকেলে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: আজকের পত্রিকা

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের রাজনৈতিক অঙ্গনে নিয়মতান্ত্রিক আন্দোলনের জায়গা থাকলেও কিছু ব্যক্তির আচরণ সেই ঐক্যকে প্রশ্নবিদ্ধ করছে। আজ সোমবার (১২ মে) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির প্রতিনিধি নির্বাচন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ‘শাহবাগ কিংবা যমুনার মতো জায়গায় নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারত। কিন্তু জাতীয় সংগীত গাওয়ার সময় বাধা দেওয়া, বিএনপির উদ্দেশে “ভুয়া” বলে স্লোগান তোলা—এসব আমাদের হৃদয়ে আঘাত হানে। স্বাধীন দেশে এ রকম আচরণ কাম্য নয়।’

মানুষের রাজনৈতিক মনোভাব পরিবর্তনের কথা তুলে ধরে এ্যানি বলেন, মানুষ এখন বারবার মিছিল-মিটিং চায় না। তারা পরিবর্তন চায়, দেশ গড়তে চায়। বিএনপি একদলীয় নয়, বরং সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে দেশ পরিচালনায় বিশ্বাসী। যার প্রমাণ ৩১ দফা কর্মসূচি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, ‘সামনের দিনগুলো বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। জনগণের সরকার প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের আরও ত্যাগ স্বীকার করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যই এখন মূল শক্তি।’

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, হাফিজুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরানসহ দলের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

হাদির মৃত্যুর খবরে উত্তাল শাহবাগ

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

চলে গেলেন জুলাই বিপ্লবী ওসমান হাদি

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

উত্তরায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩