ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত হেফাজতের ৮৭৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সদরদপ্তরের অপরাধ শাখা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সহিংসতার ঘটনায় পুলিশ ও সাধারণ মানুষ বাদী হয়ে বিভিন্ন জেলায় হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে ১৪৩টি মামলা দায়ের করেছে। মামলায় এজাহারে নাম উল্লেখ করা আসামি ৩ হাজার ২০০ জন। অজ্ঞাতনামা আসামি আছে প্রায় ৭০ হাজার। সর্বশেষ গতকাল রোববার পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮৭৯ জনকে। তাদের মধ্যে অরাজনৈতিক এই সংগঠনটির কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ ১৯ জন নেতাও রয়েছেন।
গত ১১ এপ্রিল হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেপ্তারের মাধ্যমে এই অভিযান শুরু হয়।