হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের ঘটনায় বাসের হেলপার লিটন মিয়াকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে র্যাব-৯, সিলেট সদর কোম্পানি ও শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ আভিযানে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার জালালপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তার হওয়া বাসের হেলপার লিটন মিয়ার (২৬) বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার রশিদপুর গ্রামে। এর আগে গ্রেপ্তার হওয়া বাসচালক সাব্বির মিয়ার (২৭) বাড়ি নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামে।