হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

গ্রামবাসীর তাড়ায় ‘ভয় পেয়েছে ময়ূরটি’

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি 

ফতেপুর গ্রামে ধরা পড়া ময়ূরটি। ছবি: আজকের পত্রিকা

মাঠের মাঝখানে আজ সোমবার সকালে একটি ময়ূরকে দেখে তাড়া করে গ্রামের লোকজন। প্রায় তিন ঘণ্টা তাড়া করার পর ময়ূরটি ফতেপুর গ্রামের ফইজুলের খড়ের গাদার নিচে আশ্রয় নেয়। পরে দুপুরে ময়ূরটিকে ধরে বেঁধে রাখে গ্রামের লোকজন।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত এলাকা বড়পলাশবাড়ী ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ময়ূরটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন।

বড়পলাশবাড়ী ইউনিয়নের গ্রাম পুলিশ মাহাবুব আলম বলেন, ‘দুপুরে বালিয়াডাঙ্গী থানার ওসি ময়ূরটিকে ধরে বেঁধে রাখার খবর আমাকে জানান। এরপরে ঘটনাস্থল থেকে ময়ূরটিকে উদ্ধার করে ইউএনওর কাছে পৌঁছে দেই।’ বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ বলেন, ‘আজ বিকেল ৫টায় বন বিভাগের লোকজনকে ডেকে ময়ূরটিকে হস্তান্তর করা হয়েছে।’

বালিয়াডাঙ্গী উপজেলা বন বিভাগের দায়িত্বে থাকা প্লান্টেশন ম্যানেজার (পিএম) অনীল চন্দ্র বলেন, ‘ময়ূরটিকে দিনাজপুরের জাতীয় উদ্যানে পাঠানো হবে। গ্রামের লোকজনের তাড়ায় ভয় পেয়েছে ময়ূরটি। এটির প্রাথমিক চিকিৎসার প্রয়োজন। আমরা সেটি দেওয়ার চেষ্টা করছি।’

অনীল চন্দ্র আরও জানান, এটি ভারতীয় ময়ূর। সীমান্ত দিয়ে বাংলাদেশে এসেছে খাবারের সন্ধানে। এজাতীয় ময়ূর ভারতে বেশি রয়েছে।

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত