হোম > সারা দেশ > মানিকগঞ্জ

আপনি সাংবাদিক হলে আমি সাংবাদিকের বাপ

মানিকগঞ্জ প্রতিনিধি

নাসিম ভূঁইয়ার দুই অনুসারী। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওরে ব্যবসায়ী আলী আজম মানিককে দাড়ি ধরে হেনস্তাকারী নাসিম ভূঁইয়াকে কারাগারে নেওয়ার সময় ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর খেপে গেলেন তিনি ও তাঁর অনুসারীরা। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে আদালতের হাজতখানা থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশ ভ্যানে তোলার সময় সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ সময় নাসিম ভূঁইয়া সাংবাদিকদের ভিডিও না করার জন্য হুমকি দেন এবং আশপাশে থাকা তাঁর অনুসারী ও স্বজনেরাও সাংবাদিকদের হুমকি দেন। নাসিম ভূঁইয়া রেগে গিয়ে বলেন, ‘আপনি কিসের সাংবাদিক? ভিডিও করেন কেন? সরেন।’

পাশ থেকে নাসিম ভূঁইয়ার এক অনুসারী বলেন, ‘৩৩ বছর ধরে আমরা রাজনীতি করি। আপনারা ভিডিও করছেন কেন? গ্যাদারিং করলে মাসুদ পারভেজ ভাইকে (জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক) এখন কল দেব। আপনি সাংবাদিক হলে আমি সাংবাদিকের বাপ। ভিডিও করতে না করি, আপনার পছন্দ হয় না?’

এ বিষয়ে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘জেলার অনেকে আমার নাম ভাঙিয়ে হুমকি-ধমকি দেয় এবং চাঁদাবাজি করে। আমি নিজেও তাদের খুঁজছি। তাদের পেলে আমি নিজে পুলিশের কাছে ধরিয়ে দেব।’

এর আগে গত মঙ্গলবার ব্যবসায়ী আলী আজম মানিককে দাড়ি ধরে মারধর ও হেনস্তা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এরপর ওই দিন রাতেই নাসিম ভূঁইয়া বিএনপির কেউ নয় দাবি করে দলীয় প্যাডে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি প্রতিবাদলিপি পাঠানো হয় গণমাধ্যমে।

দলীয় ক্ষমতা ব্যবহার করে সাংবাদিকদের হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান বলেন, ‘আমরা নিশ্চিত করে বলছি, নাসিম বিএনপির কেউ না; বরং সে আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করেছে। আমাদের কথা পরিষ্কার, সে যে অপরাধ করেছে, তার শাস্তি হোক। ভবিষ্যতে সে কোনো পদ-পদবি তো দূরের কথা, কোনো মিটিং-মিছিলেও যেতে পারবে না।’

উল্লেখ্য, ব্যবসায়ীকে দাড়ি ধরে মারধর ও হেনস্তার ঘটনায় চার দিন পর শুক্রবার সকাল সাড়ে ৭টায় ঢাকার আশুলিয়া থানাধীন নিশ্চিন্তপুর থেকে আসামি নাসিম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি

মৌলভীবাজার-৪ আসনে বাবা ধানের শীষের প্রার্থী, ছেলে স্বতন্ত্র

বাড়ির মালিককে কামড়ে পালানোর চেষ্টা চোরের, দুজনেই হাসপাতালে

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ভোটে থাকবে না জাপা: শামীম হায়দার

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান