হোম > সারা দেশ

রাজবাড়ীর কালুখালী থেকে তরুণীর মরদেহ উদ্ধার

প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলসেতু এলাকার কলাবাগান থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার সকালে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম ঝর্না খাতুন (১৮)। তিনি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে চরচিলকা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম হাসান আলী শেখ।

নিহতের বাবা হাসান আলী শেখ বলেন, প্রায় ছয় মাস আগে ঝর্নার সঙ্গে মাঝবাড়ী ইউনিয়নের মোহনপুর গ্রামের ওহাব শেখের সঙ্গে বিয়ে হয়। কিন্তু অহিদুর ছিল বিবাহিত এবং স্ত্রী বেঁচে আছে। বিষয়টি গোপন রেখে আমার মেয়েকে বিয়ে করে ওহাব। বিয়ের পর বিষয়টি আমরা জানতে পারি। এতে করে বিয়ের মাস খানেক পরেই ঝর্না বাবার বাড়িতে চলে আসে। এরপর থেকে বাবার বাড়িতেই থাকতো ঝর্না। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিকভাবে বিচ্ছেদেও প্রক্রিয়া চলছিল। তবে স্বামীর সঙ্গে মুঠোফোনে মাঝে মধ্যে যোগাযোগ করতো সে।

তিনি আরও বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার দিবাগত রাতে খাবারের পর সবাই ঘুমিয়ে পড়ে। ঝর্নাও রাতের খাবার খেয়ে নিজের ঘরে যায়। কিন্তু সকালে তাকে ঘরে পাওয়া যায়নি। এসময় বাড়ি থেকে প্রায় তিনশ গজ দূরে খালের পাড়ের কলাবাগানে স্থানীয়রা তার মরদেহ দেখতে পায়। ঘটনাস্থলে গিয়ে তিনি ঝর্নার মরদেহ শনাক্ত করেন।

এবিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুরর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। তবে এখনো কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।    

 

গোপালগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

ঝিনাইদহে ট্রেনে পাথর নিক্ষেপ, ৪ তরুণ আটক

ইউপিডিএফের (গণতান্ত্রিক) কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে অন্যদের ব্রিফিং

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক