রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলসেতু এলাকার কলাবাগান থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার সকালে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম ঝর্না খাতুন (১৮)। তিনি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে চরচিলকা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম হাসান আলী শেখ।
নিহতের বাবা হাসান আলী শেখ বলেন, প্রায় ছয় মাস আগে ঝর্নার সঙ্গে মাঝবাড়ী ইউনিয়নের মোহনপুর গ্রামের ওহাব শেখের সঙ্গে বিয়ে হয়। কিন্তু অহিদুর ছিল বিবাহিত এবং স্ত্রী বেঁচে আছে। বিষয়টি গোপন রেখে আমার মেয়েকে বিয়ে করে ওহাব। বিয়ের পর বিষয়টি আমরা জানতে পারি। এতে করে বিয়ের মাস খানেক পরেই ঝর্না বাবার বাড়িতে চলে আসে। এরপর থেকে বাবার বাড়িতেই থাকতো ঝর্না। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিকভাবে বিচ্ছেদেও প্রক্রিয়া চলছিল। তবে স্বামীর সঙ্গে মুঠোফোনে মাঝে মধ্যে যোগাযোগ করতো সে।
তিনি আরও বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার দিবাগত রাতে খাবারের পর সবাই ঘুমিয়ে পড়ে। ঝর্নাও রাতের খাবার খেয়ে নিজের ঘরে যায়। কিন্তু সকালে তাকে ঘরে পাওয়া যায়নি। এসময় বাড়ি থেকে প্রায় তিনশ গজ দূরে খালের পাড়ের কলাবাগানে স্থানীয়রা তার মরদেহ দেখতে পায়। ঘটনাস্থলে গিয়ে তিনি ঝর্নার মরদেহ শনাক্ত করেন।
এবিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুরর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। তবে এখনো কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।