হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গী থেকে অপহৃত শিশু ঝিনাইদহে উদ্ধার, দম্পতিসহ গ্রেপ্তার ৩

 টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী থেকে শিশু অপহরণের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গী থেকে অপহৃত সাড়ে চার বছরের একটি শিশুকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম আলিফ। তাকে পাঁচ দিন আগে টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

আজ ‎বুধবার সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন এসব তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আল আমিন (৪৩), তাঁর স্ত্রী তাহমিনা (৩৭) ও তাঁদের ছেলে কালাম (২২)।

উদ্ধার ‎শিশুটির বাবার নাম মো. কাশেম। শিশুটিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাহারিপাড়া এলাকা থেকে উদ্ধার ও অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

‎সম্মেলনে পুলিশ জানিয়েছে, গত শুক্রবার দুপুরে টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। পরে রাতেই টঙ্গী পূর্ব থানায় শিশুটির সন্ধান চেয়ে তার বাবা সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ ওই এলাকার লোকজনদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযুক্ত কালামকে শনাক্তের পর মিরপুর থেকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে অপহরণের কথা স্বীকার করেন তিনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ঝিনাইদহ থেকে আলিফকে উদ্ধার এবং কালামের সৎবাবা আল আমিন ও মা তাহমিনাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, গ্রেপ্তার তিনজনই শিশু অপহরণ চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অপহরণের মামলা রয়েছে। তাঁদের শিশু অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল বৃহস্পতিবার গাজীপুর আদালতে পাঠানো হবে।

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

ভোলা­য় পার্থকে আসন ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি