হোম > সারা দেশ

মোংলায় সারবোঝাই জাহাজডুবি

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলে ৫০০ টন সারবোঝাই এমভি শাহাজালাল এক্সপ্রেস নামের একটি লাইটার জাহাজ পানিতে ডুবে গেছে। 

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বন্দর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় জাহাজটি ডুবে যায়। তবে জাহাজে থাকা মাস্টারসহ আট কর্মচারী সাঁতরে পাশের লাইটার জাহাজে উঠতে সক্ষম হন।

লাইবেরিয়ার পতাকাবাহী ক্লিংকারভর্তি বাণিজ্যিক জাহাজ এমভি সুপ্রিম ভ্যালোর সঙ্গে ধাক্কা লেগে এমভি শাহজালাল এক্সপ্রেস লাইটার জাহাজের প্রোপেলার ভেঙে যায়, যার ফলে ভাঙা স্থান দিয়ে পানি ঢুকে লাইটার জাহাজটি ডুবে যায়। 

হাড়বাড়িয়া-৮ এলাকায় এমভি ভিটা অলম্পিক নামের একটি জাহাজ থেকে সার বোঝাই করে যশোরের নওয়াপাড়া এলাকায় যাচ্ছিল ডুবে যাওয়া জাহাজ এমভি শাহাজালাল এক্সপ্রেস। তবে জাহাজটি ডুবে গেলেও চ্যানেল সচল রয়েছে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপটেন মোহাম্মাদ শাহীন মজিদ।

তিনি বলেন, জাহাজ ডুবলেও চ্যানেল সচল রয়েছে। চ্যানেলে কোনো সমস্যা নেই। জাহাজটি ডোবার খবর পেয়ে জাহাজের মালিকপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। মালিকপক্ষ জাহাজ উদ্ধারের জন্য ঘটনাস্থলের উদ্দেশে ঢাকা থেকে রওনা দিয়েছে। 

বন্দরের নিয়ম অনুযায়ী জাহাজ অপসারণের জন্য তারা ১৫ দিন সময় পাবে। এই সময়ের মধ্যে মালিকপক্ষ জাহাজ উদ্ধারে ব্যর্থ হলে বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

জাহাজে থাকা সার পানিতে দ্রবীভূত হলে পরিবেশের বিপর্যয় ঘটবে কি না—এমন প্রশ্নে ক্যাপটেন মোহাম্মাদ শাহীন মজিদ বলেন, সার একটি দ্রবণীয় পণ্য। পানির স্পর্শে এলে এটি দ্রবীভূত হবেই। মালিকপক্ষ ঘটনাস্থলে পৌঁছানোর পর বোঝা যাবে আসলে কী অবস্থায় রয়েছে।
 
ডুবে যাওয়া লাইটার জাহাজ এমভি শাহাজালাল এক্সপ্রেসের মালিক ভাই ভাই শিপিং নাইন নামের একটি কোম্পানি। 

বদলি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ শিক্ষক নেতার

আমনের বাম্পার ফলনেও মুখে হাসি নেই কৃষকের, বাজারে ধানের দাম কমায় হতাশা

পঞ্চগড়ে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস

গলায় রশি পেঁচানো নছিমনচালকের লাশ উদ্ধার

পাহাড়ে ভুট্টা চাষে ভালো ফলন পেলেন কৃষক জয়নাল

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

তরমুজ ‘বিপ্লবে’ সারসংকট

মৎস্যজীবী পরিচয়ে পুকুর ইজারা যুবলীগ নেতার

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক