হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিয়ানমারে পাচারকালে সেন্ট মার্টিনে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ আটক ১০

কক্সবাজার প্রতিনিধি

সারসহ আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

মিয়ানমারে পাচারকালে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারে জড়িত ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগরে এই অভিযান চালানো হয়।

আজ শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাগরে মৎস্য আহরণে ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে। এ সময়ে সাগরে মাছ ধরার নৌকা চলাচল বেআইনি। কিন্তু গতকাল কোস্ট গার্ডের জাহাজ তাজউদ্দিন সেন্ট মার্টিনের দক্ষিণে ছেঁড়া দ্বীপ এলাকায় একটি ইঞ্জিনচালিত সন্দেহজনক কাঠের নৌকা দেখতে পায়। কোস্ট গার্ডের সদস্যরা নৌকাটিকে থামার সংকেত দিলে তা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে ধাওয়া করে নৌকাটি আটক এবং তল্লাশি চালিয়ে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়। আটক পাচারকারীরা কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা।

লে. কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ বলেন, জব্দ করা সার টেকনাফ কাস্টমস অফিসে এবং আটক পাচারকারী ও পাচারকাজে ব্যবহৃত নৌকাটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

রাজবাড়ীতে পদ্মায় ভেসে উঠছে কুমির, আতঙ্কে নদীতীরের মানুষ

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার ২ আসামির মৃত্যুদণ্ড