হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ‘যমুনা অ্যাপারেলস’র শ্রমিকদের কর্মবিরতি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকার ‘যমুনা অ্যাপারেলস লিমিটেড’ কারখানায় শ্রমিক অসন্তোষ নিরসনে ছুটে যান সেনাসদস্যরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে টঙ্গীর মিলগেট এলাকার ‘যমুনা অ্যাপারেলস লিমিটেড’ নামের কারখানায় এ ঘটনা ঘটে। শ্রমিকেরা দিনভর কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন।

কারখানা সূত্রে জানা যায়, উচ্ছৃঙ্খলতার অভিযোগে গত মঙ্গলবার কারখানাটির ১১৬ শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। শ্রম আইন অনুযায়ী তাঁদের সব পাওনা পরিশোধ করা হয়। শ্রমিক অসন্তোষ এড়াতে গত বুধ ও বৃহস্পতিবার কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়। শনিবার সকালে কারখানার অন্য শ্রমিকেরা কাজে যোগ দেন। পরে চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে কারখানার ভেতর কর্মবিরতি শুরু করেন তাঁরা। বিকেল সাড়ে ৫টার দিকে শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যান।

কারখানামালিক রাকিব সাজ্জাদ মোবাইল ফোনে বলেন, শ্রমিকদের দাবি অযৌক্তিক। শ্রম আইনের ধারা অনুযায়ী শ্রমিকদের চাকরিচ্যুত ও পাওনা পরিশোধ করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, ছাঁটাই করা শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে শ্রমিকেরা দিনভর কর্মবিরতি পালন করেছেন। পরে সেনাসদস্যরা এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু কোনো সমাধান ছাড়াই বিকেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যান।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

কক্সবাজারে পর্যটকের ভিড়, থার্টি ফার্স্ট নাইটে ৭ দফা বিধিনিষেধ পুলিশের

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে আত্মগোপনে স্বামী

৫ দিন সূর্যহীন চুয়াডাঙ্গা: মাঝারি শৈত্যপ্রবাহে বিপন্ন জনজীবন

এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন, তাপমাত্রা ৮ ডিগ্রি

শৈত্যপ্রবাহে কাঁপছে গোপালগঞ্জ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ