হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ নেতা আরজু গ্রেপ্তার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

শামসুদ্দোহা সিকদার আরজু। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ নেতা শামসুদ্দোহা সিকদার ওরফে আরজুকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (২৭ জুন) রাতে নগরীর সরাইপাড়ায় অভিযান চালিয়ে তাঁকে আটক করেছে পাহাড়তলী থানা–পুলিশ।

আরজু রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকার বাসিন্দা। তিনি ১৫ বছরেরও বেশি সময় ধরে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, সর্বশেষ চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি নির্বাচিত হন।

জানা যায়, গত বছরের ৫ আগস্টের পর আরজু সিকদারের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানা ও আদালতে একাধিক মামলা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।

সর্বশেষ পারুয়া ইউনিয়ন যুবলীগের সম্মেলনে তাঁর একটি বক্তব্য ব্যাপক সমালোচিত হয়। তাঁর গ্রেপ্তারের খবরে এলাকায় বিএনপি নেতা-কর্মীদের বক্তব্যটি ফেসবুকে শেয়ার করতে দেখা গেছে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার জানান, আরজু সিকদারকে আটকের পর পাহাড়তলী থানা–পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। রাঙ্গুনিয়া মডেল থানায় একটি মামলা তদন্তে রয়েছে। তাঁর ব্যাপারে সংশ্লিষ্ট থানা-পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী