হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে কারাগারে ইমামের মৃত্যু, মধ্যরাতে পুলিশের সংবাদ সম্মেলন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গী পূর্ব থানায় সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

কিশোরকে বলাৎকারের অভিযোগ এনে গাজীপুরের পুবাইল এলাকায় মসজিদের ইমাম রইজ উদ্দিনকে মারধর ও কারাগারে মৃত্যুর ঘটনায় মধ্যরাতে সংবাদ সম্মেলন করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে টঙ্গী পূর্ব থানায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলন বলা হয়, গত রোববার সকালে গাজীপুরের হায়দরাবাদ এলাকায় এক কিশোরকে বলাৎকারের অভিযোগে মসজিদের ইমাম রইজ উদ্দিনকে আটক করে গাছে বেঁধে মারধর করেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ রইজকে হেফাজতে নিয়ে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়।

পরে রোববার দুপুরে কিশোরের বাবা মাইনুদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ মসজিদের ইমাম রইজ উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠান। আদালতের বিচারক তাঁকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত সোমবার ভোর সাড়ে ৩টার দিকে জেলা কারাগারে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে রইজ উদ্দিনের পরিবারের পক্ষ থেকে পুবাইল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ, দক্ষিণ) নূর মোহাম্মদ নাসিরুদ্দিন।

সম্মেলনে নূর মোহাম্মদ নাসিরুদ্দিন আরও জানান, মসজিদের ইমাম রইজ উদ্দিনের বিরুদ্ধে এর আগে শিশু বলাৎকার ও নারী নির্যাতনের অভিযোগের তথ্য পাওয়া গেছে। রইজ উদ্দিনের মৃত্যুকে কেন্দ্র করে সম্মানিত আলেম সমাজের একাংশের কেউ কেউ ভুল তথ্যের ভিত্তিতে ধর্মপ্রাণ মুসলমানদের আবেগকে পুঁজি করে তদন্তপ্রক্রিয়ায় প্রভাব বিস্তার করা এবং দেশব্যাপী অস্থিতিশীলতা ও অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে।

ইতিমধ্যে থানা ঘেরাও, অবরোধসহ বিভিন্ন স্থানে মানববন্ধন, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভাসহ নানা কর্মসূচি পালন করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রকম অপপ্রচার ও উসকানিমূলক গুজব প্রচার করে জনমনে বিভ্রান্তি তৈরি করছেন। যা স্বাভাবিক আইন ও বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।

তা ছাড়া যৌন হয়রানির স্বীকার হয়েছেন এমন পাঁচজন নারী ও শিশু আইন অনুযায়ী আদালতে মসজিদের ইমাম রইজ উদ্দিনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

মৌলভীবাজারের শেরপুরে বসেছে শতবর্ষী মাছের মেলা

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই