হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাত্র একদিনের ব্যবধানে আজ সোমবার উৎপাদন বেড়ে হয়েছে ১৬৬ মেগাওয়াট।
গত চার দিন ধরে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাচ্ছে। এতে সচল হয়ে উঠছে এক সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট। গতকাল বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ১৩৫ মেগাওয়াট। আজ পাঁচ ইউনিটে সর্বমোট ১৬৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।
যদিও পাঁচটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট। এর মধ্যে ১ নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট, ২ নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ২৬ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিটে ৩০ মেগাওয়াট ও ৫ নম্বর ইউনিটে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক দিনের বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদে এই মুহূর্তে ৯০.৯২ ফুট মীন সী লেভেল পানি থাকার কথা।
কিন্তু হ্রদে আজ পানি রয়েছে ৮৬.২৫ ফুট মীন সী লেভেল। কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীন লেভেল।’ উৎপাদিত সব বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।