হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে রূপসী ঝরনায় গোসলে নেমে পর্যটকের মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামে রূপসী ঝরনায় গোসলে নেমে পর্যটকের মৃত্যু। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের মিরসরাইয়ের রূপসী ঝরনায় গোসল করতে নেমে মো. আসিফ উদ্দিন (২৪) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ রোববার (১৫ জুন) দুপুরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড়দারোগার হাট এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহিদ আরমান আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

আসিফ চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ী কামাল গেট মাজার এলাকার সরওয়ার কামাল প্রকাশ গোলাপের ছেলে। তিনি চট্টগ্রাম ইসলামিয়া ডিগ্রি কলেজের ফিন্যান্স ব্যাংকিং বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ (রোববার) সকালে নগরীর পূর্ব মাদারবাড়ী এলাকা থেকে পাঁচ বন্ধু মিলে ঘুরতে আসেন রূপসী ঝরনায়। বেলা সাড়ে ১১টায় তাঁরা ঝরনার কূপে গোসল করতে নামার পর আসিফ নিখোঁজ হন। পরে মিরসরাই ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে বেলা ১টার দিকে তাঁর মৃতদেহ উদ্ধার করেন।

আসিফের বন্ধু মো. রাকিব বলেন, ‘বেলা সাড়ে ১১টায় মেহেদী, মাহির নিসাত, রাকিব, হাসান, আসিফসহ পাঁচ বন্ধু মিলে রূপসীর ঝরনায় ঘুরতে যাই। এরপর ঝরনার কূপে বন্ধুরা সবাই গোসল করতে নামি। কিন্তু হঠাৎ আসিফকে না দেখে আমরা খোঁজাখুঁজি করতে থাকি। অনেকক্ষণ খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে। মুহূর্তের মধ্যে আমার বন্ধুকে হারালাম। আমরা তার পরিবারকে কী বলে সান্ত্বনা দেব।’ এরপর তিনি কান্নায় ভেঙে পড়েন।

এ বিষয়ে মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার শাহলঙ্গ মারমা বলেন, ’ ঝরনায় পর্যটক নিখোঁজের খবর পেয়ে দ্রুত উদ্ধার করে টিম নিয়ে সেখানে পৌঁছাই। বেলা ১টার দিকে স্থানীয়দের সহায়তায় আমাদের ডুবুরি দল নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার শেষে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ