হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে রামপুরা ব্রিজে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এনসিপির ওপর হামলার প্রতিবাদে রামপুরা ব্রিজ অবরোধ করেছেন ‘সাধারণ শিক্ষার্থী’ পরিচয় দেওয়া ১৫-২০ জন তরুণ। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর রামপুরা ব্রিজে সড়ক অবরোধ করেছেন ‘সাধারণ শিক্ষার্থী’ পরিচয় দেওয়া ১৫-২০ জন তরুণ। এই অবরোধের কারণে বাড্ডা-রামপুরা সড়কের দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সড়ক অবরোধকারী তরুণদের সঙ্গে সাধারণ মানুষের দফায় দফায় তর্ক-বিতর্ক হতে দেখা গেছে। সাধারণ মানুষ অভিযোগ করছেন, গোপালগঞ্জের ঘটনার জেরে ঢাকাবাসীকে এভাবে হয়রানি করার কোনো যৌক্তিকতা নেই। অবরোধ চলাকালে উপস্থিত পুলিশ সদস্যদের কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি।

এদিকে এনসিপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে আজ বুধবার সকাল থেকে গোপালগঞ্জ ছিল উত্তপ্ত। দিনের শুরুতেই পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতেও হামলা চালানো হয়। এনসিপির সমাবেশ মঞ্চে ভাঙচুর এবং পরে পদযাত্রায় নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।

এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই একদল ব্যক্তি নেতা-কর্মীদের ঘিরে ধরে হামলার চেষ্টা করেন। চারদিক থেকে এনসিপির নেতা-কর্মী ও পুলিশের গাড়ি আটকে দেওয়া হয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়েন। এনসিপির নেতা–কর্মীরা অন্যদিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হন।

এই চরম উত্তেজনাকর পরিস্থিতিতে জেলা প্রশাসক মো. কামরুজ্জামান গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা জারি করেছেন। জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নারীসহ আহত ৬

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক