হোম > সারা দেশ > টাঙ্গাইল

বন্ধুকে বিমানবন্দরে বিদায় জানিয়ে ফেরার পথে প্রাণ গেল ৩ যুবকের

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকার। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মধুপুর থেকে এক বন্ধুকে বিদেশে যাওয়ার জন্য বিমানবন্দরে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পথে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত হয়েছেন তিন বন্ধু। গতকাল শনিবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

নিহতরা হলেন, মোসলেম উদ্দিন (৩০), নাসির (২৩) ও জুয়েল (৩২)। এদের মধ্যে মোসলেম উদ্দিনের বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার চাকন্ড বীরের বাড়ি গ্রামে এবং নাসির ও জুয়েলের বাড়ি একই জেলার সখিপুরের আন্দিপাড়া গ্রামে।

রোববার সকালে এসব তথ্য নিশ্চিত করেন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন।

ওসি রিয়াদ মাহমুদ বলেন, এক বন্ধুকে বিদেশে যাওয়ার সময় বিদায় জানাতে তাঁর সঙ্গে আরও ৩ বন্ধু একটি প্রাইভেটকারে করে আসেন ঢাকায় শাহজালাল বিমানবন্দরে। বন্ধুকে বিদায় জানিয়ে একই প্রাইভেটকারে চেপে তিনজন বাড়ি ফিরছিলেন। দিবাগত রাত ২টা ৪০মিনিটের দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের এলাকার বোর্ডঘর শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় পৌঁছে। এটি ইউটার্ন নিয়ে শিলাবৃষ্টি পাম্পে প্রবেশের সময় ঢাকাগামী আল বারাকা পরিবহন নামের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। নাসির ঘটনাস্থলেই মারা যান। পরে মোসলেম উদ্দিন কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ও জুয়েল টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় কারের চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ওসি জানান, দুর্ঘটনার শিকার প্রাইভেট কার ও বাসটি জব্দ করা হয়েছে। বাসটির চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

ট্রেনের ধাক্কায় দুভাইসহ তিন শ্রমিক নিহত, আহত অনেকে

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড