হোম > সারা দেশ > শেরপুর

শেরপুরে দায়ের কোপে সেনাসদস্য নিহত, অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে

শেরপুর প্রতিনিধি 

নিহত ওয়াসিম আকরাম। ছবি: সংগৃহীত

জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় ওয়াসিম আকরাম (২৬) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। আজ সোমবার (২ ডিসেম্বর) সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের নিজপাড়া গ্রামে চরশেরপুর হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াসিম আকরাম বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ বীর, সিলেটের জালালাবাদ সেনানিবাসে কর্মরত ছিলেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াসিম আকরাম ছয় বছর ধরে সেনাবাহিনীর সদস্য হিসেবে কর্মরত রয়েছেন। ছয় মাস আগে শেরপুর শহরের বারাকপাড়ায় বিয়ে করেন তিনি। তিন দিন আগে ১৫ দিনের ছুটিতে বাড়িতে আসেন।

নিহত সেনাসদস্যের স্বজনদের আহাজারি। আজ সোমবার দুপুরে জেলা সদর হাসপাতালের মর্গের সামনে তোলা। ছবি: আজকের পত্রিকা

আজ সোমবার সকালে বাবার সঙ্গে ধান কাটতে যান। ফেরার পথে বড় চাচা আব্দুস সালাম ও চাচাতো ভাই রঞ্জুর সঙ্গে পূর্বের জমি নিয়ে বিরোধের জেরে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। রঞ্জুর দায়ের কোপে ওয়াসিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর জেলা হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. আহসান উল মতিন সৈকত জানান, ওয়াসিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার ঘাড়ে দায়ের কোপের গভীর চিহ্ন পাওয়া গেছে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

ডেভিল হান্ট অভিযানে শ্রীমঙ্গল আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার

মুরগি মারার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

৬ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ২ ট্রলারসহ আটক ২৩

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার