হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরে সড়ক অবরোধ করে বিক্ষোভের সময় ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় এ সংঘর্ষ হয়।

পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে চালকদের ছত্রভঙ্গ করে দেয়। একপর্যায়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ব্যাটারিচালিত রিকশার গ্যারেজগুলো বন্ধের পাশাপাশি সংঘর্ষে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অটোচালকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করার সময় পুলিশ তাঁদের সরিয়ে দেয়। তখন পুলিশের সঙ্গে অটোচালকদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় ঘটনাস্থলে সেনাবাহিনী উপস্থিত হলে তাঁরাও বিক্ষোভকারীদের দমানোর চেষ্টা করে। দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বেলা ৩টার দিকে আজকের পত্রিকাকে বলেন, সিএমপি কমিশনারের নির্দেশে চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকায় ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ।

চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

এর প্রতিবাদে আজ সকালে চালকেরা বাহির সিগন্যাল এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। অবরোধে যান চলাচল বিঘ্ন ঘটনায় তাঁদের সরে যেতে অনুরোধ করা হয়। একপর্যায়ে তাঁরা পুলিশের ওপর চড়াও হন ও ইটপাটকেল নিক্ষেপ করেন।

ওসি আরও বলেন, সংঘর্ষ চলাকালে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা এখন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ব্যাটারিচালিত রিকশার গ্যারেজগুলো বন্ধ করে দিচ্ছি। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা এবং কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জানা গেছে, গত কয়েক দিনে চট্টগ্রাম নগরে ট্রাফিক পুলিশের অভিযানে ২ হাজার ৮৯৬টি ব্যাটারিচালিত রিকশা জব্দ করে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হন ব্যাটারিচালিত রিকশাচালক ও মালিকেরা।

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

মৌলভীবাজারের শেরপুরে বসেছে শতবর্ষী মাছের মেলা

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই