হোম > সারা দেশ > নাটোর

লালপুরে সড়ক দুর্ঘটনায় ১ বৃদ্ধ নিহত

লালপুর (নাটোর) প্রতিনিধি

সড়ক দুর্ঘটনার কবলে পড়া ট্রাক। ছবি: আজকের পত্রিকা

নাটোরের লালপুরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত ও ইপিজেডের ১৪ শ্রমিক আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামে ও ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুনতাজ আলী (৭৮) বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের মৃত সুলতান মণ্ডলের ছেলে। সকাল ৬টার দিকে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় লালপুর থেকে বাঘা অভিমুখী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। সন্ধ্যায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তাঁর ভাই মো. মকবুল হোসেন।

অন্যদিকে সকাল পৌনে ৭টার দিকে ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা গ্রামে ইপিজেড শ্রমিক পরিবহনকারী দুটি ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন আহত হন।

স্থানীয় লোকজন জানায়, এক শ্রমিককে গাড়িতে ওঠানোর সময় পেছন থেকে দ্রুতগতির অপর একটি ভ্যান এসে ধাক্কা দেয়। এতে উভয় ভ্যানে থাকা শ্রমিকেরা আহত হন। তাঁদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

আহত ব্যক্তিদের মধ্যে নবীনগরের আফসানা খাতুন (২২), উত্তর লালপুরের মিতা খাতুন (২৩) ও তিলকপুরের মো. লিমনকে (২৪) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মুনজুর রহমান।

লালপুর থানার ওসি (তদন্ত) মো. মমিনুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ঘাতক ট্রাক ও দুটি ভ্যান জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক