হোম > সারা দেশ > ফেনী

‘ক্ষমা না চাইলে এনসিপিকে ফেনীতে ঢুকতে দেওয়া হবে না’

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি 

ফেনীর সোনাগাজীতে ছাত্রদলের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্যের জন্য ক্ষমা না চাইলে এনসিপি নেতাদের ফেনীতে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল।

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা হরতালের প্রতিবাদে আজ রোববার ফেনীর সোনাগাজী উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে এই হুঁশিয়ারি দেন বক্তারা।

তাঁরা বলেন, ‘আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, গত ১৭ বছর যে নেতা হামলা-মামলা ও গুমের শিকার হয়েছেন, তাঁর বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন এনসিপির নেতারা। এই বক্তব্যের জন্য যদি ক্ষমা না চান, তবে আমরা (ছাত্রদল) আগামীকাল সোমবার পদযাত্রায় অংশ নিতে এলে তাঁদের ফেনীতে প্রবেশ করতে দেব না।’

পৌর ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম রিংকুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন চরচান্দিয়ার যুবদলের সভাপতি আবু তাহের, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মামুন, আবুল হোসেন বাবুল, জাবেদ হোসেন, পৌর বিএনপি নেতা মোহাম্মদ মোস্তফা, উপজেলা প্রযুক্তি দলের সভাপতি দেলোয়ার হোসেন রাসেল প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের ছাত্রদলের আহ্বায়ক নুর করিম সোহাগ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, উপজেলা ছাত্রদল নেতা জাহিদ উদ্দিন তন্ময়, রবিউল আলম সাকিব, রবিন, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফুল ইসলাম আহাদ, বক্তারমুন্সি কলেজের সভাপতি সাদ্দাম হোসেন সুজন, চরদরবেশের সভাপতি ইকবাল হোসেন রাজু, মতিগঞ্জের বেলাল হোসাইন, সহসভাপতি মোহাম্মদ বাবলু, আমিরাবাদের সভাপতি আব্দুল্যাহ আল নোমান, বগাদানার যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম জিহাদ, পৌর ছাত্রদল নেতা রকি ভূঁইয়া, জিয়া উদ্দিন হৃদয়, শ্রমিক দল নেতা সাইফুল ইসলাম ডালিম, সাইফুল ইসলাম শেখ ফরিদ প্রমুখ।

লঞ্চ দুর্ঘটনা: চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছা হলো না জেলে হানিফের

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ