হোম > সারা দেশ > চাঁদপুর

ফরিদগঞ্জে মাদক কারবারিদের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

মো. মোস্তফা। ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক কারবারিদের ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক মো. মোস্তফা (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে ফরিদগঞ্জ থানা-পুলিশ ও নিহতের স্বজনেরা এ তথ্য জানান।

নিহত মোস্তফা উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামের মৃত দিদার হোসেনের ছেলে এবং পেশায় অটোরিকশাচালক। তিনি এক সন্তানের জনক।

নিহতের স্বজনেরা জানান, মাদক কারবারিদেরে হামলায় গুরুতর আহত অবস্থায় মোস্তফাকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকায় স্থানান্তর করা হয়। বুধবার (১৮ জুন) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে ১২ জুন রাতে স্থানীয় মাদক কারবারি সোহেল গংরা মোস্তফাকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর এবং পিঠে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি।

নিহতের ভাই মো. আলাউদ্দিন বলেন, ‘আমার ভাইকে রাত ১০টার দিকে ঘর থেকে ডেকে মারধর ও ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করি। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আমি ভাই হত্যার বিচার চাই।’

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম বলেন, নিহতের ভাই আলাউদ্দিনের অভিযোগের ভিত্তিতে চারজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তবে দুই জামিন পেয়েছেন। আহত যুবকের মৃত্যুতে মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে।

১৭০ টাকার জন্য চাচার হাতে ভাতিজি খুন

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন