হোম > সারা দেশ > খুলনা

ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই, একজনকে ধরে গণপিটুনি

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনার পাইকগাছায় রাতের অন্ধকারে এক ইলেকট্রনিকস ব্যবসায়ীর কাছ থেকে হাতুড়িপেটা করে সাড়ে ৩ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করেছে তিন ছিনতাইকারী। এ সময় স্থানীয়রা ধাওয়া করে তুহিন দাশ (৩০) নামে একজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

ব্যবসায়ী সাধন দেবনাথ (৪৫) জানান, শনিবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বাঁকা বাজারে নিজ দোকান বন্ধ করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে সরকারি দীঘির পাড় এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী গতি রোধ করে এলোপাতাড়ি হাতুড়িপেটা করে তাঁর সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে সাড়ে ৩ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিল।

তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে এক ছিনতাইকারীকে ধরে ফেলেন এবং গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। আহত অবস্থায় ব্যবসায়ী সাধন দেবনাথকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রাড়ুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ খাইরুল ইসলাম জানান, আটক তুহিন দাশকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাচি শিকদার জানান, ব্যবসায়ী ও আটক ছিনতাইকারী উভয়কে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তুহিনের অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত