হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, থানায় যেতে বাধা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে কর্মস্থল থেকে ফেরার পথে এক পোশাকশ্রমিককে (৩৫) তুলে নিয়ে জঙ্গলে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা সালিস বৈঠকে মীমাংসার নাম করে ভুক্তভোগীকে থানায় যেতে বাধা দেওয়া হয়েছে।

অবশেষে স্বজনদের সহযোগিতায় ভুক্তভোগীর স্বামী আজ শুক্রবার বিকেলে তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের সুমন (২৫), আল আমিন (৩০) ও শান্ত (২২)।

ভুক্তভোগী জানান, তিনি গত মঙ্গলবার রাত ১১টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত ব্যক্তিরা পথরোধ করে তাঁকে জাপটে ধরেন। এ সময় তিনি চিৎকার দিলে গামছা দিয়ে তাঁর মুখ বেঁধে পাশের জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে রাত ১২টার দিকে সেখানে ফেলে যান। যাওয়ার আগে বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেন। পরে ভুক্তভোগী স্বামীকে ফোন করলে তিনি এসে জঙ্গল থেকে তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরদিন সকালে তিনি বিষয়টি অভিযুক্ত ব্যক্তিদের অভিভাবকদের জানান।

ভুক্তভোগীর স্বামী বলেন, ‘ঘটনাটি অভিযুক্ত ব্যক্তিদের অভিভাবকদের জানানোর পরপরই আমাদের ওপর হুমকির মাত্রা বেড়ে যায়। তারা সালিস বৈঠক বসায়। আমাদের ওপর চাপ সৃষ্টি করে সময়ক্ষেপণ করে। থানায় আসতে বাধা দেয়। তবুও হুমকি উপেক্ষা করে থানায় এসেছি, বিচার চাই। আমার স্ত্রীর ওপর ওরা অমানুসিক নির্যাতন করেছে।’

এ বিষয়ে শ্রীপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পাওয়ামাত্র পুলিশের দুটি টিম পাঠানো হয় অভিযুক্ত ব্যক্তিদের আটক করতে। পাশাপাশি ধর্ষণের মতো একটি বিষয়ে যাঁরা সালিস বৈঠক করেছেন, তাঁদেরও আইনের আওতায় আনা হবে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল শনিবার গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

চাঁদপুর সেচ প্রকল্প: ৩৫৪ কিমি খাল দখল-ভরাট

দুদকের জালে এমপি মন্ত্রী আমলা

ঝিনাইদহের চার আসন: বিএনপিতে মনোনয়ন পেতেতোড়জোড়, প্রচারে সবাই

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

বধ্যভূমিগুলো জঙ্গলে ভরা

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি