হোম > সারা দেশ > ভোলা

ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ৬ দফা দাবিতে সমাবেশ, ঘেরাও কর্মসূচি

ভোলা প্রতিনিধি

ভোলায় ছয় দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও ইন্ট্রাকো ঘেরাও কর্মসূচি পালন করেছে ‘আমরা ভোলাবাসী’। আজ শনিবার বেলা ১১টায় শহরের বাংলা স্কুল মাঠে এই কর্মসূচি শুরু হয়।

বৈরী আবহাওয়ার মধ্যে হাজারো মানুষের উপস্থিতিতে সমাবেশ শুরু হওয়ার পরপরই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এতে কিছু মানুষ আশপাশে আশ্রয় নিলেও, অনেকে বৃষ্টিতে ভিজেই বক্তাদের বক্তব্য শোনেন। সমাবেশ চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

আমরা ভোলাবাসীর আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, ইসলামী আন্দোলনের সহসভাপতি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মোবাশ্বেরুল হক নাঈম, জামায়াত নেতা মো. কামাল হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, ‘ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ স্থাপন, ভোলাবাসীর চিকিৎসার সুবিধার্থে সরকারি মেডিকেল কলেজ স্থাপন ও জেনারেল হাসপাতালকে আধুনিকায়ন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, গ্যাসভিত্তিক বৃহৎ সার কারখানা ও ইপিজেড স্থাপন, নদীভাঙন রোধ এবং ভোলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন—এই ছয় দফা দাবি পূরণ করা আমাদের ন্যায্য অধিকার।’ দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ছাড়াও শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের সদর রোড প্রদক্ষিণ করে ইন্ট্রাকো অফিস ঘেরাও করে।

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

ভোলা­য় পার্থকে আসন ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি