হোম > সারা দেশ

মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মায়েরও মৃত্যু

পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলার দাপুনিয়ায় ঘরের তারে কাপড় নেড়ে দিতে গিয়ে বিদ্যুতায়িত হন মেয়ে। তাঁকে বাঁচাতে গিয়ে মা-ও বিদ্যুতায়িত হন। একসঙ্গে মা-মেয়ের বিদ্যুতায়িত হয়ে মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার দাপুনিয়া ইউনিয়নের হটোরা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

মৃতরা হলেন উপজেলার দাপুনিয়া ইউনিয়নের হটোরা গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আরব আলী বিশ্বাসের স্ত্রী জাহনারা খাতুন (৫২) ও তাঁর মেয়ে আলেছা খাতুন (৩৫)। আলেছা হেমায়েতপুর ইউনিয়নের শামীম আহমেদের স্ত্রী। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। 

দাপুনিয়া ইউপি চেয়ারম্যান ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে ঘরের তারে কাপড় নেড়ে দিতে গিয়ে ছেঁড়া তারের সঙ্গে লেগে প্রথমে মেয়ে আলেছা বিদ্যুতায়িত হন। পরে মেয়েকে বাঁচাতে গিয়ে মা-ও বিদ্যুতায়িত হন। ঘটনা টের পেয়ে পরিবারের সদস্যরা তাঁদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

আরব আলী বিশ্বাস বলেন, ‘আমার মেয়ে সোমবার বিকেলে স্বামীর বাড়ি থেকে বেড়াতে আসে। আর আজ সকালে এ দুর্ঘটনা ঘটল। স্ত্রী ও মেয়ের এমন মৃত্যু মেনে নিতে পারছি না।’ 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদের উদ্ধার করে। পরে পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। 

নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থী নিহত

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

মৌলভীবাজারের কমলগঞ্জ: ভাগ্য বদলায়নি, কষ্টে দিন পার চা-শ্রমিকের

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

জামায়াতের প্রার্থী আমির হামজার বিরুদ্ধে ছাত্রদল নেতার মামলা

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার