হোম > সারা দেশ > পাবনা

পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মৎস্যজীবী দলের সাবেক নেতা নিহত

পাবনা প্রতিনিধি

ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড়। আজ শনিবার সকালে পাবনার হেমায়েতেপুরের বেতেপাড়া এলাকায়। ছবি: আজকের পত্রিকা

পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মৎস্যজীবী দলের সাবেক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন।

আজ শনিবার সকালে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বেতেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জালাল উদ্দিন (৪০) হেমায়েতপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে। গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) নেওয়ার পথে বেলা ১টার দিকে তাঁর মৃত্যু হয়।

পাবনা সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আজম প্রামাণিক বলেন, জালাল সদর উপজেলা মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

পাবনার হেমায়েতেপুরের বেতেপাড়া এলাকায়। ছবি: আজকের পত্রিকা

পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কয়েক দিন ধরে হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মুন্তাজ আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম গ্রুপের বিরোধ চলছিল। গতকাল শুক্রবার রাতে ওই এলাকার ইসলামি জলসা নিয়ে দুই পক্ষের বাগ্‌বিতণ্ডা হয়। সেই সূত্র ধরে আজ সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। তাঁদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে আবুল হাসেম গ্রুপের কর্মী জালালের অবস্থা গুরুতর হলে তাঁকে রামেকে নেওয়ার পথে বেলা ১টার দিকে মারা যান তিনি। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে জানতে মুন্তাজ আলী ও আবুল হাসেমের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ছাড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

ডিসি অফিসে গিয়ে আটক ঝালকাঠির সাবেক মেয়র কারাগারে

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান