হোম > সারা দেশ > চট্টগ্রাম

৪ দিন পর মেয়ের বিয়ে, হঠাৎ আগুনে নিঃস্ব অটোচালক

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

কর্ণফুলীতে আগুনে পুড়ে ছাই অটোচালকের বসতবাড়ি। ছবি: আজকের পত্রিকা

ঈদের চার দিন পর মেয়ের বিয়ে, তাই ঈদের সঙ্গে বিয়ের প্রস্তুতিও নিয়েছিলেন চট্টগ্রামের আনোয়ারার অটোচালক জানে আলম। করেছেন আত্মীয়–স্বজনদের কাছ থেকে ধারদেনাও। হঠাৎ ঈদের দিন সকালে লাগা আগুন থেকে কোনো রকম প্রাণে বাঁচলেও সংসারের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনাটি ঘটে আজ শনিবার ভোরে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া গ্রামে।

খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনে জানে আলম ও তার মেয়ে নাসরিন আক্তারও (১৮) দগ্ধ হন। বর্তমানে দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত।

জানে আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের চার দিন পরই মেয়ের বিয়ে। সব প্রস্তুতি নিয়েছি, আগুন যখন আমার গায়ে পড়ে তখন ঘুম ভেঙে যায়। কোনো রকম আমার অটোরিকশাটি নিয়ে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হলেও টাকাপয়সা ও গয়নাগাটি সব পুড়ে গেছে। আগুনে আমি আর আমার মেয়েও দগ্ধ হই।’

স্থানীয় ইউপি সদস্য মো. রফিক বলেন, ‘ভোরে আগুন ধরলে তাদের আর্তচিৎকারে স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে জানে আলমের সব শেষ। তার দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে কয়েক দিন পর ছোট মেয়ের বিয়ে। জানে আলমের জন্য সহযোগিতা প্রয়োজন।’

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

সুনামগঞ্জ-৩ আসন: স্বজনদের টাকায় নির্বাচনী ব্যয়

বরগুনার দুটি আসন: সর্বোচ্চ ২৮ লাখ টাকা আয় জামায়াত প্রার্থীর

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

এলপিজির সংকট কাটছে না শিগগির

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

হুমকিতে ধলাই নদের বাঁধ ও সেতু