হোম > সারা দেশ > গোপালগঞ্জ

মুন্সিগঞ্জে ব্লকেড কর্মসূচি: পদ্মা সেতুতে দক্ষিণবঙ্গমুখী যান চলাচল ৫০ মিনিট বন্ধ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

আন্দোলনকারীরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণবঙ্গগামী লেনে নিলে যানবাহন চলাচল ব্যাহত হয়। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উত্তর থানা-সংলগ্ন এলাকায় অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা-কর্মীরা। এতে পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গমুখী যানবাহন চলাচল প্রায় ৫০ মিনিট বন্ধ থাকে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল ৫টার দিকে আন্দোলনকারীরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণবঙ্গগামী লেনে অবস্থান নেন। এতে ধীরে ধীরে যান চলাচল ব্যাহত হতে থাকে এবং ৫টা ১৫ মিনিটের দিকে পদ্মা সেতুর দক্ষিণমুখী লেনে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন দক্ষিণবঙ্গগামী যাত্রীরা। পরে সন্ধ্যা ৬টার দিকে আন্দোলনকারীরা মূল মহাসড়ক থেকে সরে গিয়ে পাশের জায়গায় অবস্থান নিলে ৬টা ১০ মিনিট থেকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য ইব্রাহিম নিরব বলেন, ‘মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে আমরা স্বতঃস্ফূর্তভাবে ব্লকেড প্রত্যাহার করেছি। তবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আমরা মহাসড়কের পাশে অবস্থান করব।’

এ বিষয়ে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, প্রায় ৫০ মিনিট দক্ষিণমুখী যান চলাচল বন্ধ ছিল। পরে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

যশোর বিএনপি:৩ আসনে প্রার্থী বদল মাঠে বঞ্চিত ১০ জন

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

লঞ্চ দুর্ঘটনা: চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছা হলো না জেলে হানিফের