হোম > সারা দেশ > খুলনা

খুলনায় যুবককে গুলি, হাসপাতালে ভর্তি

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে এস এম সাজিদ হাসান (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১৫ জুন) রাত ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়সংলগ্ন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। একই সময়ে ময়লাপোতা সোনাপোতা স্কুলের বিপরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন নয়ন শেখ (২২) নামের এক যুবক।

বর্তমানে আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আহত এস এম সাজিদ হাসান নগরীর বাগমারা চেয়ারম্যানবাড়ি মোড়ের বাসিন্দা এস এম জাহিদ আলীর ছেলে এবং আহত নয়ন লবণচরা থানাধীন হরিণটানা কাঁচাবাজারসংলগ্ন মকবুল শেখ মিঠুনের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বর্ণনা দিয়ে সোনাডাঙ্গা মডেল থানার এসআই আব্দুল হাই বলেন, গুলিবিদ্ধ জাহিদ হাসান রিকশাযোগে শিববাড়ি মোড় থেকে বাগমারার বাসায় যাওয়ার জন্য রওনা হন। এ সময়ে একটি মোটরসাইকেলে থাকা দুজন তাঁদের পেছন থেকে অনুসরণ করতে থাকে। তাঁকে বহনকারী রিকশাটি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রূপসা অটোমোবাইল মাইক্রো গ্যারেজের সামনে আসামাত্র জাহিদ হাসান বিষয়টি আঁচ করতে পেরে রিকশা থেকে নেমে আত্মরক্ষার জন্য দৌড় দেন।

কিন্তু মোটরসাইকেলে থাকা ওই দুজনের মধ্যে একজন তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়লে একটি গুলি জাহিদের বাঁ কোমরে এবং অপরটি ডান পায়ের হাঁটুর ওপরে বিদ্ধ হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে তাঁকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা জানান।

অপরদিকে খুলনা সদর থানাধীন ময়লাপোতা এলাকার সোনাপোতা স্কুলের সামনে নয়ন শেখকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর সমস্ত শরীর কুপিয়ে জখম করে।

খুলনা থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ঘটনা জেনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার ব্যাপারে কেউ কোনো কথা বলতে রাজি হননি। তবে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত