হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে তিন বন্ধু নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে ট্রেনে কাটা পড়ে তিন বন্ধু মারা গেছেন। তাঁরা রেললাইনে বসে গল্প করছিলেন। এ সময় হঠাৎ আসা ট্রেনে কাটা পড়ে মারা যান।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন আরাফাত হোসেন (১৮), আনিস (১৮) ও রিয়াজ (১৮)। তাঁদের বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেললাইনের ওপর বসে গল্প করছিলেন পাঁচ বন্ধু। এ সময় হঠাৎ ট্রেন এসে পড়লে তিন বন্ধু কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের পরিদর্শক এস এম শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুনেছি, ট্রেনে কাটা পড়ে তিনজন মারা গেছেন। আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে।’

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এরশাদ উল্লাহ বলেন, ‘স্থানীয় লোকজন তিনজনকে হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষা করে আমরা তাঁদের মৃত ঘোষণা করি।’

ডা. এরশাদ উল্লাহ আরও বলেন, ‘নিহতদের শরীরে আঘাতের চিহ্ন থাকলেও আমরা নিশ্চিত না, রেলের আঘাতে মৃত্যু হয়েছে কি না। কীভাবে নিহত হয়েছে, সেটি নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। হাসপাতালে শতাধিক লোকজন এসেছিল। স্থানীয় লোকজন মরদেহ নিয়ে যায়। তারা ডেথ সার্টিফিকেটও নেয়নি। পরে হাসপাতালে পুলিশ এসেছিল।’

শ্রীপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক কারবারিকে ছিনিয়ে নিলেন সহযোগীরা

টুঙ্গিপাড়ায় শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, ১৫ হাজার টাকা জরিমানা

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ফরিদপুরে ডোবায় পড়ে ছিল হাত-পা বাঁধা যুবকের গলাকাটা লাশ

রাজধানীর বসুন্ধরায় মারধরে আইনজীবীর মৃত্যু

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

শরীয়তপুরে ব্যবসায়ীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার চেষ্টা